কারাগারে নেশাদ্রব্য সরবরাহ করায় কারারক্ষী গ্রেফতার

  16-10-2017 12:10AM

পিএনএস ডেস্ক: কারাগারের ভেতর বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি করায় এক কারারক্ষীকে আটক করা হয়েছে ।

আটককৃত কারাকর্মকর্তার নাম পলাশ হোসাইন (৩০)। তিনি কারগারে গার্ড হিসেবে দায়িত্ব পালন করেন।

আটক হওয়ার সময় তার কাছ থেকে ইয়াবাসহ নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। তার ওপর দুই সহযোগী পালিয়ে যায়।

কাশিমপুর কারগারের সিনিয়র কর্মকর্তা মিজানুর রহমান জানান, পলাশসহ আরও দুই জন কারগারে বিভিন্ন নেশাদ্রব্য সরবরাহে সাথে সম্পৃক্তথাকার অভিযোগ উঠে তিন মাস আগে শরীয়তপুর জেলা কারাগারে। যার কারণে কাশিমপুরে তাদের সন্দেহের আওতায় নিয়ে এসে তাদের ওপর নজরদারি করা হয়।

তিনি আরও বলেন, শুক্রবার পলাশ এবং ওপর একজন জেল গার্ড মজনু গাজীপুর জেলা কারাগারে যায়। তারা সেখানে কারাকর্মকর্তা রাকিব হোসাইনের সহায়তায় ইয়াবা এবং আরও কিছু নেশাদ্রব্য বিক্রি করে।

পূর্বনজরদারির ভিক্তিতে সেখানে সাথে সাথে অভিযান চালানো হয়। কিন্তু পলাশকে গ্রেফতার করা গেলেও বাকি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। পলাশকে জয়দেবপুর পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন