রাজধানীতে নর্দমায় পড়ে শিশু নিখোঁজ

  16-10-2017 10:55AM


পিএনএস ডেস্ক: রাজধানীর মুগদা থানার মাণ্ডা এলাকার হৃদয় নামে তিন বছরের একটি শিশু নর্দমায় পড়ে নিখোঁজ হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে শিশুটি ওই নর্দমার পানিতে পড়ে যায়।

মুহূর্তের মধ্যে তলিয়ে যায় সে। শিশুটিকে উদ্ধারে ১৮ ঘণ্টা ধরে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তবে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সোমবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আলী আজম জানান, এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে উদ্ধারে কাজ চলছে।

তিনি বলেন, নর্দমা অনেক উঁচু। প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। নর্দমার ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে।

এ প্রসঙ্গে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, নর্দমায় পড়ে নিখোঁজ হওয়া হৃদয়ের বাবা আব্দুস সালাম পেশায় একজন রিকশাচালক। পরিবারের দাবির প্রেক্ষিতে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে মুগদা থানা পুলিশও সহযোগিতা করছে। খেলতে গিয়ে শিশুটি নর্দমায় পড়ে যায়। জীবিত কিংবা মৃত অবস্থায় আমরা শিশু হৃদয়কে উদ্ধারের চেষ্টা করছি।

পিএনএস/আনোয়ার




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন