সীমান্তে ১৮ সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক

  17-10-2017 11:21AM

পিএনএস, বেনাপোল: ভারতে পাচারকালে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে আজ মঙ্গলবার সকালে ১৮ পিস সোনার বারসহ শ্রবন বিশ্বাস (৫০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক সোনার ওজন দুই কেজি ১০০ গ্রাম।

বেনাপোলে এ নিয়ে গত ১০ দিনে ৬৩ সোনার বার আটক করা হলো।

আটক শ্রবন বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের উওর ২৪ পরগনা জেলার চড়ুইগাছি গ্রামের বিরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সোনা নিয়ে ভারতে পাচার করে আসছেন বলে বিজিবি জানায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ঘিবা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে শ্রবন বিশ্বাসকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস সোনার বার আটক করা হয়। আটক সোনার মূল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আটক শ্রবন বিশ্বাসকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন