দুর্দশা দেখতে বাংলাদেশে আসছেন জর্ডানের রানি

  20-10-2017 11:10AM

পিএনএস ডেস্ক: মায়ানমারের সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের নির্যাতন ও হত্যাযজ্ঞ থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে আসছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ।

আগামী সপ্তাহে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার যাবেন।

কক্সবাজার পৌঁছে তিনি রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা স্বচক্ষে দেখবেন, কথা বলেন, শুনবেন কিভাবে মায়ানমার সেনারা তাদের ওপর নির্মম অত্যাচার করেছে।

এর আগে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে ৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন