বাংলাদেশের বন্ধু ফাদার মারিনো রিগন আর নেই

  21-10-2017 01:03PM

পিএনএস ডেস্ক: মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের বন্ধু ফাদার মারিনো রিগন আর নেই। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় ইতালিতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ফাদার রিগন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

ফাদার মারিনো রিগন ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভেনিস শহরে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে বাংলাদেশে আসেন তিনি । ৬০ বছরেরও বেশি সময় বাংলাদেশে ছিলেন ফাদার রিগন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ফাদার মারিনো রিগনকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। এছাড়া দেশে নানামুখী অবদানের জন্য তাকে বাংলাদেশের নাগরিকত্বও প্রদান করা হয়।

ফাদার মারিনো রিগন বাংলাদেশে শিল্প-সাহিত্য-সংস্কৃতি আর শিক্ষামূলক বহুমাত্রিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। ইতালিয়ান ভাষায় তিনি অনুবাদ করেছেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলিসহ চল্লিশটি কাব্য। এ ছাড়া জসীমউদ্দীনের নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট ও নির্বাচিত কবিতা অনুবাদ করেন তিনি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন