মিয়ানমারে গণহত্যা; তদন্ত করছে নাগরিক কমিশন

  22-10-2017 12:07AM

পিএনএস ডেস্ক: মিয়ানমারে গণহত্যা ও সন্ত্রাস তদন্তে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক গঠিত নাগরিক কমিশন শনিবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। পরিদর্শনকালে ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন নাগরিক কমিশনের সদস্যরা।

নাগরিক কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা ও কমিশনের সদস্য সচিব আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পরিদর্শন দলের নেতৃত্ব দেন।

এ সময় কমিশনের সদস্যরা নির্ধারিত ফরমে রোহিঙ্গাদের নির্যাতনের বর্ণনা, ধর্ষণের তথ্য সংগ্রহ করেন। রোববার পর্যন্ত চলবে এ তথ্য সংগ্রহের কাজ। বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদিকদের সঙ্গে এ নিয়ে মতবিনিময় করবে নাগরিক কমিশন।

পরিদর্শন শেষে কমিশনের সদস্য শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান আসীফ মুনীর বলেন, মিয়ানমারের এসব নির্যাতন মানবতাবিরোধী অপরাধ। তাই মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ আনা দরকার।

পরিদর্শনকালে বিচারপতি গোলাম রাব্বানী, বিচারপতি কাজী এবাদুল হক, বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, বিচারপতি মো. নিজামুল হক নাসিম, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির শাহরিয়ার কবির, শহীদ পরিবারের সন্তান শ্যামলী নাসরিন চৌধুরী, পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল আনোয়ার, সাবেক মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশিদ ও মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী সিকদার, সমাজকর্মী ও মানবাধিকার কর্মী জুলিয়ান ফ্রান্সিস, শিক্ষাবিদ মমতাজ লতিফ, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী সন্তান আসীফ মুনীর, শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী চম্পা, মানবাধিকার কর্মী আরমা দত্ত, ব্যারিস্টার তুরীন আফরোজ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার তাপস কুমার বল, শহীদ পরিবারের সন্তান তৌহিদ রেজা নূরসহ নাগরিক কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন