সাংবাদিক উৎপলের ফোন হঠাৎ সচল

  23-10-2017 10:21PM

পিএনএস : নিখোঁজের ১৪ দিন পর সাংবাদিক উৎপল দাসের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়েছে।

সোমবার সন্ধ্যয় হঠাৎ উৎপলের মোবাইল ফোন থেকে কল দেওয়া হয় তার বাবা চিত্তরঞ্জন দাসের কাছে। অপরপ্রান্ত থেকে বলা হয়, উৎপল তাদের কাছে আটক আছে। এক লাখ টাকা দিলে তাকে মুক্তি দেওয়া হবে। চিত্তরঞ্জন দাস এ তথ্য জানিয়েছে বলেছেন, নিখোঁজের পর থেকেই তার ছেলের ফোন বন্ধ ছিল। সোমবার হঠাৎ ওই ফোন থেকে কল করে মুক্তিপন দাবি করা হয়।

পুর্বপশ্চিমবিডি.নিউজ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন উৎপল। গত ১০ অক্টোবর মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। সেই থেকে তার মোবাইল ফোনটি বন্ধ ছিল। তবে সোমবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে তার মোবাইল নম্বর থেকে কল আসে চিত্তরঞ্জনের কাছে। প্রায় ৮ মিনিট কথা বলার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেয় মুক্তিপন দাবি করা ব্যক্তি। এরপর থেকে ফোনটি বন্ধ রয়েছে।

এদিকে নিখোঁজের ঘটনায় অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে গত রোববার মতিঝিল থানায় জিডি করা হয়। একই ঘটনায় সোমবার উৎপলের বাবা বাদি হয়ে জিডি করেন একই থানায়। উৎপল ফকিরাপুল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন