‌‘দেশে গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে’

  15-11-2017 07:11PM

পিএনএস ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দেশে সম্প্রতি নিখোঁজ ও গুম হওয়া আলোচিত ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন 'দেশে গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে'।

আজ বুধবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি নিখোঁজ হওয়া সাংবাদিক উৎপল দাস ও শিক্ষক সিজারকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, অচিরেই তাঁদের উদ্ধার করা হবে।তিনি আরও জানান, অনেক নিখোঁজের ঘটনাকে প্রথমে গুম বলা হয়। কিন্তু পরে দেখা যায়, নিখোঁজ ব্যক্তি নিজে থেকেই ফিরে এসেছেন।

উল্লেখ্য, অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাস গত ১০ অক্টোবর ঢাকার মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

অন্যদিকে ৭ই নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেয়ার পর বিকেল থেকে সিজারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পর থেকেই তার কোনো খোঁজ মিলছে না।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন