‘বাসা-বাড়িতে পুনরায় গ্যাস সংযোগ চালুর পরিকল্পনা সরকারের নেই’

  15-11-2017 09:38PM

পিএনএস ডেস্ক : বাসা-বাড়িতে পুনরায় গ্যাস সংযোগ চালু করার পরিকল্পনা সরকারের নেই। আজ সংসদে জাসদের লুৎফা তাহেরের এক সম্পূরক প্রশ্নের জবাবে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস দেয়া অনেক ব্যয়বহুল, তাই আমরা আবাসিক খাতে এলপিজি গ্যাস ব্যবহারকে উৎসাহিত করছি।

প্রতিমন্ত্রী বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যয়বহুল হওয়ায় সরকার আবাসিক খাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইতোমধ্যে দেশের ৭৫ শতাংশ এলাকা এলপিজির আওতায় চলে এসেছে। বাকি এলাকাও শিগগিরই এর অন্তর্ভুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ইতোমধ্যে অনেক শিল্প কারখানাতেও এলপিজি গ্যাসের আওতায় এসেছে।

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে। এখানে আরো ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে তিনি জানান।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন