রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

  18-11-2017 04:23PM

পিএনএস ডেস্ক : মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজারে গেলেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাসিয়া বার্নিকাটসহ একটি মার্কিন প্রতিনিধি দল।

শনিবার বেলা ১১টার কিছু পরে ১০ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন।

এদের মধ্যে দুইজন মার্কিন সিনেটর ও তিনজন কংগ্রেসম্যান ছিলেন।

এরপর তারা সোজা চলে যান কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। সখোনে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের ওপর নির্যাতনের ঘটনা শোনেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রতিনিধিরা। তারা জানান, রোহিঙ্গাদের কাছে থেকে পাওয়া সকল তথ্য তারা কংগ্রেসে উপস্থাপন করবেন।

তারা আরও জানান, রোহিঙ্গাদের সাথে আলাপ করে নির্যাতনের নানা তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ সফর শেষে তারা মিয়ানমারে যাবেন। ওখান থেকেও তথ্য সংগ্রহ করে দেশে ফিরে তা কংগ্রেসে জানাবেন।

পিএনএস/জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন