জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

  19-11-2017 07:50AM



পিএনএস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ডিবেটি অর্গানাইজেশন আয়োজিত তৃতীয় জাতীয় নারী বিতর্ক উৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ ছাড়া মুক্তমঞ্চে ১১তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযেগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগকে হারিয়ে দর্শন বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩২টি দল এবং আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং ডিবেটি অর্গানাইজেশনের মডারেটর ও ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান ও জেইউডিও এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন