রোহিঙ্গা ক্যাম্পে এইডস আক্রান্ত ৮২

  22-11-2017 12:16PM

পিএনএস ডেস্ক: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এইডস আক্রান্ত ৮২ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার পর্যন্ত এ শনাক্তদের মধ্যে অধিকাংশই নারী।

জানা যায়, তাদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওদিকে কুতুপালং ক্যাম্পের অভিজ্ঞ ডা. জাফর আলম বলেন, এইডসের জন্য চিহ্নিত ঝুঁকিপূর্ণ দেশ মিয়ানমার। ফলে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকের শরীরে এইচআইভি জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে।

উখিয়া সদর হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সূত্রে জানা গেছে, এইডস আক্রান্তদের বিষয়টি খুব সতর্কতার সাথে দেখা হচ্ছে। তাদের মানবিক সেবার পাশাপশি রোগটি যেনো বিস্তার লাভ না করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শও দেয়া হয়েছে।

তাছাড়া ১৬ নভেম্বর থেকে চলমান পুষ্টি সপ্তাহে এ পর্যন্ত ৬৭ হাজার রোহিঙ্গা শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ৪৫ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। বর্বরোচিত গণহত্যা ও গণধর্ষণ এড়াতে পালিয়ে আসা এসব মানুষদের মৌলিক চাহিদা রক্ষায় সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশ।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন