‘রংপুর সিটি নির্বাচনে সেনাবাহিনী নামানোর পরিকল্পনা নেই’

  22-11-2017 03:47PM

পিএনএস ডেস্ক: রংপুর সিটি নির্বাচনে সেনাবাহিনী নামানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিনি নিয়ন্ত্রনে রাখতে যা যা দরকার নির্বাচন কমিশন তাই করবে।


বুধবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কমিশননের আয়োজনে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, রংপুর সিটি করর্পোরেশনে সেনাবাহিনী নামানোর কোন সিদ্বান্ত হয়নি। রংপুরে নির্বাচন সুষ্ঠ করতে সেনাবাহিনী নামানোর কোন পরিকল্পনা নেই বলেও তিনি জানান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন