বারী সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশ ন্যাপ'র শোক

  24-11-2017 10:36PM

পিএনএস : বংশীবাদক, গীতিকার ও সংগীত শিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, বাংলা লোকগানের কিংবদন্তী বারী সিদ্দিকীর মৃত্যুতে যে ক্ষতি হলো তা অপূরণীয়। বাংলার লোক সংঙ্গীতকে মানুষের মাঝে পৌছে দিতে তার যে অবদান তা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

নেতৃদ্বয় বারী সিদ্দিকীর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেছেন, তার মৃত্যুতে দেশের মানুষ এক জনপ্রিয় লোক সংগীত শিল্পীকে হারিয়েছে। যত দিন লোক সংগীত থাকবে ততদিন পর্যন্ত তিনি জনগণর মাঝে বেঁচে থাকবেন।

দেশের লোক সংগীতের এই শিল্পী ৬৩ বছর বয়সে শুক্রবার গভীর রাতে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিসও কিডনি জটিলতার কারনে গত ১৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন