পিএনএস ডেস্ক: প্রায় আট মাস পর সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সদ্য সমাপ্ত কম্বোডিয়ায় সফর সম্পর্কে জানাতে আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমের সামনে কথা বলবেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছন তার প্রেস সচিব ইহসানুল করিম।
উল্লেখ্য, ভারত সফর শেষে গত ১১ এপ্রিল সর্বশেষ সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী। এবারের কম্বোডিয়া সফরে ৯টি সমঝোতা ও একটি চুক্তি সই হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে গত ৩ থেকে ৫ ডিসেম্বর তিনদিন কম্বোডিয়া সফর করে দেশে ফেরেন।
পিএনএস/আনোয়ার
কম্বোডিয়ায় সফর সম্পর্কে জানাতে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে
