‘রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয়; অবশ্যই ফিরিয়ে নিতে হবে’

  07-12-2017 06:17PM

পিএনএস ডেস্ক : মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে হাজির হন। এতে সদ্য সমাপ্ত কম্বোডিয়া সফরের বিস্তারিত তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। মিয়ানমার সরকার স্বীকার করেছে-একটা কমিটি করা হবে; রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, যেহেতু তারা প্রতিবেশি দেশ; আমি চাই প্রতিবেশি দেশের সঙ্গে সদভাব থাকুক। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি; কিন্তু তাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি আমার কম্বোডিয়া সফরে দুই দেশই লাভবান হবে।

প্রধানমন্ত্রী বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক গড়ে তুলতে গভীর ভূমিকা রাখবে। এতে দুই দেশের সম্পর্ক আরও দূঢ় হবে।

তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার কম্বোডিয়া যান। এই সফরকালে সেখানে শেখ হাসিনার নানা কর্মসূচিতে যোগদান ছাড়াও নয়টি সমঝোতা ও একটি চুক্তি সই হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে। মঙ্গলবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী প্রায় আট মাস পর কোনো সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ভারত সফর শেষে চলতি বছরের ১০ এপ্রিল সর্বশেষ সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন তিনি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন