মহান বিজয় দিবসে জাসাস-এর কর্মসূচি

  15-12-2017 06:02PM

পিএনএস : আগামীকাল ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে সকাল ৮:৩০ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জমায়েত হয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের শ্রদ্ধা জানানো হবে এবং সকাল ১০ টায় শেরে-বাংলা নগরস্থ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্ব-নির্ভর ও আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজার প্রাঙ্গণে জমায়েত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে।

জাসাস এর সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আগামীকাল সকাল ৮:৩০ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এবং সকাল ১০ টায় শেরে-বাংলা নগরস্থ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজার প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য জাসাস এর সভাপতি ও সাধারণ সম্পাদক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন