বিজয়ের সাজে পুরো রাজধানী

  16-12-2017 01:56AM

পিএনএস ডেস্ক: দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে স্বাধীনতার স্বাদ নিয়ে বিজয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছিল বাংলাদেশ। ৪৬ বছর পর বিজয়ের স্বাদ নিয়ে আবারো সেজেছে বাংলাদেশ। বিজয়ের দিনে বিজয়ের সাজে সেজেছে রাজধানী ঢাকাও। বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসেই পরাধীনতার গ্লানি থেকে মুক্তি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে লাল সবুজের বাংলাদেশকে ছিনিয়ে নিয়েছিল মুক্তি সংগ্রামীরা। তাই ডিসেম্বর মাসের প্রথম থেকেই শুরু হয় বিজয়ের উল্লাসের উচ্ছ্বাস।

তা আরো চোখে ধরা দেয় ১৬ ডিসেম্বরের আগ মহূর্তে। বিজয়ের মাসে সারা ঢাকা শহরকে সাজানো হয়েছে নবরূপে। নীল, লাল, হলুদসহ নানা বাতিতে ঝ্বলমল করছে রাজধানী। সাজানো হয়েছে শহীদ মিনার, স্মৃতিসৌধ, বুদ্ধিজীবী স্মৃতি সৌধসহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো। একইসঙ্গে সাজানো হয়েছে রাজধানীর রাজপথ, সরকারি ভবন, ব্যাংক বীমা, অফিস আদালত, স্কুল-কলেজসব বিভিন্ন প্রতিষ্ঠান। সড়কের মোড়ে মোড়ে মুক্তিযোদ্ধাদের ছবি, জাতির বীরশ্রেষ্ট সন্তানদের স্মৃতি, যুদ্ধের সড়ঞ্জাম দিয়ে সাজানো। রাজধানীর ভিআইপি সড়কগুলোতে বর্ণিল আলোয় সাজানো হয়েছে রাজপথ।

সারা শহরে লাল-সবুজের জাতীয় পতাকায় ছেয়ে গেছে। বিজয়ের মাসের প্রথম থেকেই রাজধানীতে ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতা শহর ঘুরে বিক্রি করে এ পতাকা। রাস্তায় নামলেই চোখে পড়বে রিকশা, বাস, প্রাইভেট গাড়ি, সিএনজি সবখানেই উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা। বিজয়ের দিনে শিশু থেকে বয়বৃদ্ধরাও ছুটে চলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে সম্মান দেখাতে।

তরুণ-তরুণী, শিশু, বয়স্কদের গালে আঁকা থাকবে মহান স্বাধীনতার, বিজয়ের লাল সবুজ পতাকা। প্রত্যেকেই সেজেছে নতুন সাঝে, নতুন পোশাকে। মনে বিজয়ের আনন্দ নিয়ে উচ্ছ্বাসে মেতেছে সবাই।

সাজানো বিজয়ের ঢাকা দেখে খায়রুল ইসলাম নামের এক রিকশা চালক বলেন, আজকের এই দিনে দেশ স্বাধীন হয়েছিল। অনেক কষ্টের পর আমরা স্বাধীনতা পেয়েছিলাম। বিজয় সবারই ভালো লাগে। মনে হয় এ আমার বিজয়। তাই সারা মাস আমি আমার রিকশা জাতীয় পতাকা রাখি। নিজের দেশের বিজয় মানে নিজের বিজয়। মনে অনেক আনন্দ লাগে ভাবতেই।

রাতের ঢাকার লাল, নীল, হলুদ বাতি দেখে এক পথচারী বলেন, বিজয় দিবস আসলেই ঢাকা সাজে নতুন করে। রাস্তাঘাট বাতিতে সাজানো হয়। দেখতে ভালোই লাগে। বিজয়ের আনন্দে শহরটাও আনন্দ পায়।

তবে এ স্বাধীন দেশের এ বিজয়ের উৎসব, আমেজ শুধু ঢাকা শহরের মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশের প্রতিটি কোনায় এ বিজয়ের স্বাদ উপভোগ করছে দেশের সকল মানুষ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন