মিলে পড়ে আছে অবিক্রিত ৩ হাজার ৫শ’ মেট্রিক টন চিনি

  16-12-2017 03:46AM

পিএনএস, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সুগার মিলসঠাকুরগাঁওয়ের একমাত্র ভারী শিল্প সুগার মিল। ৬০তম বছরে পা রাখা সুগার মিলটিতে চলতি মৌসুমে ১ লাখ ৩ হাজার ২২৪ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এ থেকে ৭ হাজার ৪৮৩ মেট্রিক টন চিনি উৎপাদনের কথা রয়েছে। এদিকে অবিক্রিত অবস্থায় পড়ে আছে ৩ হাজার ৫শ’ মেট্রিক টন চিনি। ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস শাহী এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলতি মৌসুমে মিল চলবে ৭৭ দিন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস শাহীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের (৩০১) সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান বিপণন প্রকৌশলী এস এম আব্দুর রশিদ, উপজলো আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস শাহী জানান, আগের চেয়ে অনেক অংশেই লোকসান কাটিয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। মিলটি আধুনিকায়ন করা হলেই আর লোকসান গুনতে হবে না।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন