ভারতীয় ইমিগ্রেশনে সীমাহীন দুর্ভোগের শিকার পাসপোর্টযাত্রীরা

  16-12-2017 02:31PM


পিএনএস ডেস্ক: ভারতীয় ইমিগ্রেশন কাস্টমসের কাজের ধীর গতিতে হাজার হাজার পাসপোর্টযাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হয়ে নোম্যান্সল্যান্ড এবং বাংলাদেশে প্রায় দেড় কিলোমিটার জুড়ে লাইনে দাঁড়িয়ে আছে। শুক্রবার সকাল ১০টার পর থেকে পাসপোর্টযাত্রীদের চাপ বাড়তে থাকে।

বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে দাঁড়িয়ে আছে প্রায় দুই সহস্রাধিক পাসপোর্ট যাত্রী। আবার নোম্যান্সল্যান্ডে প্রবেশের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় দুই সহস্রাধিক পাসপোর্টযাত্রী। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে ভারতে যাওয়ার উদ্দেশে রোগীসহ শিশুরাও। বেলা ১১টা থেকে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে উৎপলা দাস বলেন, আর পারছি না। সকাল থেকে একটানা প্রায় ৫ ঘন্টা একই স্থানে দাঁড়িয়ে আছি লাইনের লোক যে যেখানে ছিল সেখানে আছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, সকাল ১০টা থেকে হঠাৎ করে কয়েক হাজার যাত্রীর চাপ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশের ইমিগ্রেশন ১৬টি ডেস্কে পাসপোর্টযাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত তাদের পাসপোর্ট বইয়ের আনুষ্ঠানিকতা শেষ করে। বাংলাদেশ ইমিগ্রেশনে কোন জটলার সৃষ্টি না হলেও ভারতের ইমিগ্রেশন কাস্টমসের ধীর গতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ঢাকার পাসপোর্টযাত্রী অনিমা ঘোষ বলেন, বাংলাদেশের ব্যাংকের ট্র্যক্স কেটে আমাদের ইমিগ্রেশনের কাজ করতে কোন কষ্ট হয়নি খুব দ্রুত কাজ করেছি। কিন্তু ভারতে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে যাচ্ছি।

অনেক পাসপোর্টযাত্রীকে দীর্ঘ সময়য়ের কারণে রৌদ্রে দাঁড়িয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকে বিজিবি এবং তাদের গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন পুলিশকে পাসপোর্টযাত্রীদের হুড়োহুড়ি থেকে রক্ষা করতে বার বার লাইন ঠিক করতে দেখা গেছে এবং প্রধান ফটক এর গেটে তালা মেরে মাঝে মাঝে লোক ছাড়তে দেখা গেছে।

ঢাকা, খুলানা, চট্রগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন জায়গা থেকে রাত জেগে আসা পাসপোর্টযাত্রীদের মুখে মলিনাতার ছাপ পড়েছে দীর্ঘলাইনে দাঁড়িয়ে থেকে। অনেকে অভিযোগ করে বলেন আমাদের লাইনে দাঁড়িয়ে থেকে বাথরুমসহ ল্যাগেজ রক্ষণাবেক্ষণে অনেক সমস্যা হচ্ছে। এক কথায় সীমাহীন দুর্ভোগের শিকার আমরা।

বেনাপোল ইমিগ্রেশন ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, আমাদের ইমিগ্রেশনে কোন সমস্যা নাই। পাসপোর্টযাত্রীদের চাপ বাড়লে ও তাদের দুর্ভোগের কথা মাথায় নিয়ে ১৬টি ডেস্কে দ্রুত কাজ করে যাচ্ছে অফিসাররা। তাছাড়া আমাদের ইমিগ্রেশনে ও কোন যাত্রী তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে লাইনে দাঁড়িয়ে নেই। আজ কত পাসপোর্টযাত্রী যাওয়া আসা করেছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন আসা যাওয়া (বিকেল ৪টা পর্যন্ত) প্রায় সাড়ে সাত হাজার যাত্রী পারাপার হয়ে গেছে। এখনো অনেক যাত্রী ভারতে যাওযার আশায় অপেক্ষায় রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন