ইজতেমায় মুসল্লির মৃত্যু

  12-01-2018 10:22AM

পিএনএস ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। পেটের ব্যথায় অসুস্থ হয়ে বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন বলে শুক্রবার সকালে ইজতেমা সূত্রে জানা গেছে।

মৃত আজিজুল হকের বাড়ি মাগুড়া জেলার শালিখা থানার খরিশপুর এলাকায়।

সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আজিজুল হক ২৯ নম্বর খিত্তায় পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন আজিজুল। পরে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এদিকে, আম বয়ানের মধ্য দিয়ে শিল্পশহর টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বাদ ফজর বাংলাদেশের বিশিষ্ট তাবলিগের বুজুর্গ মাওলানা ওমর ফারুকের আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়।

আগামী ১৪ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন