নাখালপাড়ার জঙ্গি আস্তানায় নিহত ৩

  12-01-2018 12:07PM

পিএনএস ডেস্ক: রাজধানীর পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানায় তিনজন নিহত হয়েছেন। তারা সবাই জঙ্গি বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ সব কথা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের ঠিক পেছনে পশ্চিম নাখালপাড়ার ১৩/১ রুবি ভিলা নামের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে অভিযান চালায় র‌্যাব।

জানা যায়, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এ সময় জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়লে র‌্যাবও পাল্টাগুলি চালায়। এতে ওই ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়।

পরে এ বিষয়ে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছয়তলা বাড়িটির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি সদস্য রয়েছেন বলে তারা জানতে পারেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় র‌্যাব। এ সময় বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুড়ে মারা হয়। র‌্যাব সদস্যরা পাল্টাগুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। এতে র‌্যাবের দুই সদস্য আহত হয়।

এ সময় তিনি আরো জানান, ভেতরে কয়েকজন জঙ্গির লাশ রয়েছে। এছাড়াও প্রচুর বিস্ফোরক ছড়ানো-ছিটানো রয়েছে।

শুক্রবার সকালে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল উপস্থিত হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন