তুরাগ তীরে দেশের বৃহত্তম জুমার নামাজ

  12-01-2018 03:25PM


পিএনএস ডেস্ক: দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে টঙ্গীর তুরাগ তীরেইজতেমা ময়দানে। এই নামাজে অংশ নেন ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার মুসল্লিরা।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে শুরু হয়ে জুমার নামাজ শেষ হয় ১টা ৫৪ মিনিটে।

শুক্রবার (১২জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দুপুর গড়াতেই ইজতেমা ময়দান অভিমুখে মুসল্লিদের ঢল নামে। পুরো ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণত হয়। বয়স্কদের সঙ্গে সঙ্গে জুমায় যোগ দিতে দেখা যায় শিশুদেরও। ময়দানের মোট ১৭টি প্রবেশ পথ দিয়েই জুমায় যোগ দেন মুসল্লিরা।

ইজতেমা ময়দানকে ঘিরে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। লাখো মুসল্লির নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য কাজ করছেন তুরাগ তীরে।


নামাজে ভিআইপিদের মধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল জুমার নামাজে শরীক হন।

এদিকে, নামাজের প্রস্তুতি হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টুপি, ওয়ান টাইম জায়নামাজ বেচাকেনা করতে দেখা যায় অনেককেই।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন