নির্বাচন কমিশনের দু'টি ওয়েবসাইট হ্যাক

  13-01-2018 09:15AM


পিএনএস ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) দুটি ওয়েবসাইটই হ্যাক করেছে জর্ডানের একটি হ্যাকিং গ্রুপ। ফলে প্রবেশ করা যাচ্ছে না ইসির ওয়েবসাইট দুটিতে।

শুক্রবার রাতে কমিশনের ওয়েবসাইট দুটি www.ec.gov.bd ও www.ecs.gov.bd আয়ত্তে নিয়ে নিজেদেরকে 'ডার্ক টেরোরিস্ট' হিসেবে পরিচয় দিয়েছে হ্যাকার গ্রুপ।

ইসির ওয়েবসাইট দুটির ঠিকানায় গিয়ে দেখা যায়, হোমপেজে 'ডোন্ট প্লে উইথ মি' লিখে রেখেছেন হ্যাকাররা।

একই সঙ্গে হ্যাকাররা ইংরেজি লিখেন, হ্যাকিং কোনো অপরাধ নয়, এটি শিল্প। তবে ওয়েবসাইট হ্যাক করলেও নির্বাচন কমিশনের কাছে কোনো দাবি কিংবা কোনো বিষয়ে প্রতিবাদ জানায়নি হ্যাকাররা।

এর আগে গত ২৯ ডিসেম্বরেও হ্যাকিংয়ের কবলে পড়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট।

সচল হলো ইসির ওয়েবসাইট
সচল হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট। ১৯ জুন,২০১৪ বৃহস্পতিবার রাত থেকে সাইটটি স্বাভাবিকভাবে কাজ করছে।

এর আগে বিকেল থেকে কমিশনের ওয়েবসাইটে যাওয়া যাচ্ছিল না। এনওএফএডব্লিউকেএক্স এ১ নামের আন্তর্জাতিক একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটি হ্যাক করে।

ভুল তথ্য প্রদানের অপরাধে এ কাজ করা হয়েছে বলে গ্রুপটির পক্ষ থেকে দাবি করা হয়।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে হোমপেইজে http://www.ecs.gov.bd/ ওই হ্যাকার গ্রুপের ব্যানার ঝুলানো হয়। সেখানে লেখা ছিল, প্রতিটি সরকার মিথ্যুকের দ্বারা পরিচালিত।

হ্যাকার গ্রুপটি দাবি করেছে, সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন