শাহজালালে বিমান ওঠানামা স্বাভাবিক

  13-01-2018 11:33AM


পিএনএস ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে প্রায় নয় ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে। কুয়াশার কারণে শনিবার ভোর সোয়া ৪টার পর থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়।

শনিবার সকাল ৯টা ৫৮ মিনিটে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণের মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এরপর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করে।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার সকাল পর্যন্ত শাহজালালে অবতরণের কথা থাকলেও বেশ কয়েকটি ফ্লাইট সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। এগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২২ মাস্কট-ঢাকা সকাল ৮টা ১০ মিনিটে শাহজালালে অবতরণের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সেটি কলকাতায় অবতরণ করে।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন