শাহজালালে ৩১৮ কার্টন সিগারেট জব্দ

  17-01-2018 10:18AM


পিএনএস ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৩১৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

মঙ্গলবার মধ্যরাতে কুয়েত-ঢাকাগামী ফ্লাইট যোগে আসা যাত্রী শাহাদাত হোসেন (২৮) ও মো. সোহেলের (৩৩) কাছ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে আমদানি নীতি অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) এড়াতে এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা সিগারেটের মূল্য শুল্ককরসহ প্রায় ১৯ লাখ আট হাজার টাকা।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন