`জঙ্গিদের আর বড় নাশকতার শক্তি নেই'

  17-01-2018 04:21PM

পিএনএস ডেস্ক: পুলিশ জঙ্গিদের একের পর এক আস্তানা খুঁজে ধ্বংস করে দিয়েছে। তাই জঙ্গিরা আর বড় ধরনের কোনো নাশকতা করতে পারবে না। পৃথিবীর সব দেশেই জঙ্গি সমস্যা আছে।

কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমরা এই বিষয়টিকে ভালোভাবে সামাল দিতে পেরেছি। বললেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

বুধবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ লাইনে শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিনের স্মৃতি রক্ষায় নির্মিত প্রধান ফটক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক। পরে তিনি পুলিশ লাইনে শহীদ এবিএম আবদুল হালিমের নামে নির্মিত একটি মিলনায়তনের উদ্বোধন করেন।

শহীদুল হক আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে পুলিশ বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে তৈরি করেছে। এই অর্জনে আমাদের সরকার ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি ড. এসএম মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি পরিতোষ ঘোষ, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন