ইজতেমা ময়দানের সংবাদ সম্মেলন স্থগিত

  20-01-2018 03:16PM

পিএনএস ডেস্ক: তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। মাওলানা সাদ কান্ধলভির প্রস্থানসহ তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিলো।

আজ বেলা একটার দিকে বিদেশি মেহমানদের তাবুতে বিষয়টি নিয়ে কথা বলা হবে বলে সাংবাদিকদের জানান বিশ্ব ইজতেমার ‘মুরুব্বি’ প্রকৌশলী মো. মাহফুজ। মুফতি নজরুল ইসলাম কথা বলবেন বলেও তখন জানানো হয়েছিল। তবে সংবাদ কর্মীরা সেখানে যাওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে সেই সংবাদ সম্মেলন স্থগিত করার কথা জানায় আয়োজক কমিটি।

এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বিরোধীরা তার ঢাকা আগমনের সময় বিমানবন্দরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ইজতেমায় যোগ না দিয়ে পরে নিজ দেশ ভারতে ফেরত যান সাদ কান্ধলভি।

বাংলাদেশে মাওলানা সাদের অনুসারী কম না। আর তার ইজতেমায় অংশ নিতে বাধা দেওয়ায় বিদেশি অনুসারীদের অনেকেই ময়দান ছেড়ে চলে যান বলে গণমাধ্যমে সংবাদ এসেছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন