ঢাকায় পিঠা উৎসব শুরু হচ্ছে কাল

  22-01-2018 08:13AM



পিএনএস ডেস্ক: রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব-১৪২৪। ২৩ জানুয়ারি (মঙ্গলবার) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই উৎসব শুরু হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। লোকজ ঐতিহ্য ধরে রাখতে বাঙালির পিঠা পার্বণের আনন্দধারায় এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব পরিষদ এ উৎসবের আয়োজন করছে। রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আতাউর রহমান, নাট্যকার ড. ইনামুল হক, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি ম. হামিদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ্ আলমসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পিঠা প্রেমীদের জন্য উৎসব মঞ্চে প্রতিদিন বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন