রবিবার দেড়শ’ ইউপি ও পৌরসভায় নির্বাচনের তফসিল

  16-02-2018 12:07PM


পিএনএস ডেস্ক: আগামী রবিবার দেশের দেড়শ’ ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলায় সাধারণ ও উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন সচিবালয়ের যুগ্মসচিব এস.এম আসাদুজ্জামান বৃহস্পতিবার রাতে বাসসকে জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভাশেষে কমিশন কয়েকটি এলাকার নির্বাচনের তফসিল ঘোষণা করবে। খবর বাসসের

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আগামী মাসের শেষ দিকে এসব ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

সূত্র জানায়, রবিবার ৫০ ইউপিতে সাধারণ, ৯৩টিতে উপ-নির্বাচন, চার পৌরসভায় সাধারণ, একটিতে উপ-নির্বাচন, দুই উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের বেশকিছু ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন