এবার মধ্যবাড্ডায় ভেঙে পড়ল নির্মাণাধীন ইউলুপের বিম

  17-02-2018 02:06PM


পিএনএস ডেস্ক: ঢাকা উত্তর সিটি সিটি কর্পোরেশনের মধ্যবাড্ডায় নির্মাণাধীন ইউলুপের একটি লোহার বিম ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সোয়া ৮টার দিকে বিমটি ভেঙে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ রাস্তাটি বন্ধ করে দিয়েছিল।

এরপর থেকে ওই এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ১০টার দিকেও রাস্তায় দুই ধারে অসংখ্য গাড়ি আটকে ছিল। অফিসগামী অনেক মানুষ হেঁটে অফিসের দিকে রওনা করছেন।

এ বিষয়ে ট্রাফিক উত্তর বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, নির্মাণাধীন ইউলুপের লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। সে সমস্যার সমাধান হলেও যানজট কাটেনি।

উল্লেখ্য, রাজধানীর গুলশান থেকে হাতিরঝিল হয়ে রামপুরামুখী যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় দুই বছর আগে মধ্যবাড্ডায় ইউলুপ নির্মাণের কাজ শুরু হয়। এ লক্ষ্য নিয়েই হাতিরঝিল প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করে ইউলুপ নির্মাণের পরিকল্পনা করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। কিন্তু দুই বছরেও শেষ হয়নি ইউলুপের কাজ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন