গুলশান-নিকেতনে রাজউকের উচ্ছেদ অভিযান

  21-02-2018 12:22AM

পিএনএস ডেস্ক: আবাসিক ভবনে নকশাবহির্ভূত বাণিজ্যিক ব্যবহার বন্ধে রাজধানীর গুলশান ও নিকেতন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আদিলুজ্জামানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারের কারণে গুলশানের ১২৬ নম্বর রোডের একটি ভবনের আটটি ফ্ল্যাট এবং ৭ নম্বর রোডের একটি ভবনের নিচ তলার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ ও সিলগালা করা হয়। এছাড়া নিকেতন এলাকার ১ ও ২ নম্বর রোডের ১২টি ভবনের সামনের র্যাম্প (গাড়ি ওঠা-নামার জন্য ঢালু সিড়ি) অপসারণ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে রাজউকের অঞ্চল-৪-এর (গুলশান-মহাখালী-পূর্বাচল) পরিচালক খন্দকার অলিউর রহমান, অথরাইজড অফিসার মাকিদ এহসান, প্রধান ইমারত পরিদর্শক আবু হানিফ সরকার, ইমারত পরিদর্শক সাইফুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন