নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির

  21-02-2018 03:01PM

পিএনএস ডেস্ক : আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় ফখরুল বলেন, ‘ঐক্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জাতীয় ঐক্যের আহ্বান অব্যাহত রাখবে বিএনপি। বর্তমানে আমরা সংকটময় সময় পার করছি। এ থেকে পরিত্রাণের দায়িত্ব শুধু খালেদা জিয়া বা বিএনপির নয়। তাই এখন আমরা সবাইকে আহ্বান জানাব, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ে রাজপথে নেমে আসতে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবদীন ফারুক, এনাম আহমেদ চৌধুরী, আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।

এর আগে সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন