গুলি বিনিময়ে পর ৪ জঙ্গি আটক

  13-03-2018 09:37AM


পিএনএস, নাটোর: নাটোরের দিঘাপতিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মার্চ) বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। এর কিছুক্ষণ পরই ভেতরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

সোমবার মধ্যরাত থেকেই দীঘাপতিয়া এলাকায় উত্তরা গণভবনের পাশের ওই বাড়িটি ঘিরে রাখা হয়। পরে মঙ্গলবার ভোর ৪টার দিকে সন্দেহভাজন জঙ্গিদের আত্মসর্মপণ করতে বলা হয়।

এর কিছুক্ষণ পরই গুলির শব্দ শোনা যায়। বাড়িটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। ভেতরে থাকা এক জঙ্গি আত্মসমর্পণ করার পর বাড়ির ভেতর প্রবেশ করে পুলিশ।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িটি ঘিরে অবস্থান করে। পরে সেখান থেকে ৪ জনকে আটক করা হয়।

বাড়িটির মালিক একজন প্রবাসী বলে জানা গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন