হতাহতদের ৪৭ স্বজন নিয়ে ইউএস বাংলা’র ঢাকা ত্যাগ

  13-03-2018 11:00AM


পিএনএস ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে সোমবার বিধ্বস্ত বিমানের নিহত ও আহতদের ৪৭ স্বজন ও ৬ কর্মকর্তা নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। মঙ্গবার সকাল পৌনে ১০টায় ফ্লাইটটি ঢাকা ছাড়ে।

এর আগে সোমবার রাত সাড়ে ৮টায় একথা জানিয়েছিল ইউএস বাংলা কর্তৃপক্ষ। ইউএস বাংলার সঙ্গে যোগাযোগ করা নম্বর: ০১৭৭৭৭৭৭৭৬১

রাজধানী কাঠমান্ডুতে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশের এয়ারলাইন্স ইউএস-বাংলা’র হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

নম্বরগুলো হলো- Md. Al alamul Emam, কনসুলার +9779810100401 এবং Asit Baran Sarker, ফার্স্ট সেক্রেটারি +9779861467422

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহত ৪৯ জনের মধ্যে ২৫ জন বাংলাদেশি। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী আহত ২২ আরোহীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে ১১ জন বাংলাদেশি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেইসবুক পেইজে বাংলাদেশি যাত্রীদের তালিকা দিয়ে লিখেছেন, ‘সবুজ কালিতে নাম লিখা ব্যক্তিরা আহত, আমাদের এ্যাম্বাসী কর্মকর্তারা দেখা করেছেন। বাকীরা জীবিত নেই। পাইলট নরভিক হাসপাতালে চিকিৎসাধীন। একজন ক্রু সম্ভবত জীবিত আছেন, তবে তাকে এখনও পৌছানো যায়নি।’

আহতদের মধ্যে আট জনই ভর্তি আছেন কাঠমান্ডু মেডিক্যাল কলেজে (কেএমসি)। তারা হলেন- শাহরিন আহমেদ, আলমুন নাহার এ্যানি, শাহীন ব্যাপারী, মেহেদি হাসান, এমরানা কবীর, কবীর হোসেন, শেখ রাশেদ রোবায়েত ও সৈয়দা কামরুন্নার স্বর্ণা। আর রেজওয়ানুল হক ভর্তি আছেন ওম হাসপাতালে।

এর বাইরে দু’জন ত্রু আহত থাকার কথা জানা গেলেও তাদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৮ জন ধারণ সক্ষম বিমানটিতে ক্রু ছিলেন চার জন। তারা সবাই বাংলাদেশি। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি এবং মালদ্বীপ ও চীনের একজন করে নাগরিক ছিলেন।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যমকে জানান, ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন যাত্রী ছিলেন।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ছেড়ে যায়। নেপালে পৌঁছানোর পর স্থানীয় সময় ২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫ মিনিট) এটি বিধ্বস্ত হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন