জীবিত ২২ জনের ১১ জন বাংলাদেশি

  13-03-2018 11:02AM


পিএনএস ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলা বিমান থেকে জীবিত উদ্ধারহওয়া ২২ জনের ১১ জনই বাংলাদেশি। তাদের উদ্ধার করে স্থানীয় হাসাপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জীবিতদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস বাংলা এয়ারলাইনসের ওই উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীসহ মোট ৭১ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি এবং একজন চীন ও একজন মালদ্বীপের নাগরিক।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন