২৩ বাংলাদেশির জানাজা সম্পন্ন

  19-03-2018 06:08PM

পিএনএস ডেস্ক: নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির জানাজা নামাজ সম্পন্ন।

সোমবার (১৯ মার্চ) বিকেলে ৫টা ২৫ মিনিটে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে। সোমবার (১৯ মার্চ) বিকেল ৪টায় লাশবাহী বিমানবাহিনীর একটি কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে- আঁখি মনি, বেগম নুরুন্নাহার, শারমিন আক্তার, নাজিয়া আফরিন, এফএইচ প্রিয়ক, উম্মে সালমা, বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন