যান্ত্রিক ত্রুটি : শাহজালালে বাংলাদেশি উড়োজাহাজের জরুরি অবতরণ

  20-03-2018 04:00PM

পিএনএস ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ড্যাশ-৮ মডেলের এই উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, দুপুর ১২টার পর ঢাকা থেকে সৈয়দপুরে যাচ্ছিল বিমানের ওই ফ্লাইট। ড্যাশ-৮ মডেলের এই উড়োজাহাজটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। শাহজালাল বিমানবন্দর থেকে উড়ার ১৫ মিনিট পর উড়োজাহাজটি আবারও শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে। জরুরি অবতরণের পর সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। বেলা আড়াইটা পর্যন্ত যাত্রীরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন।

এ ব্যাপারে বিমানের জনসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি।

মাত্র আট দিন আগে ১২ মার্চ নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ইউএস-বাংলার ড্যাশ-৮ উড়োজাহাজ বিধ্বস্ত হলে ৪৯ জন যাত্রী মারা যান। এঁদের মধ্যে ২৬ যাত্রী বাংলাদেশি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন