রংপুর ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা

  22-03-2018 10:52AM


পিএনএস ডেস্ক: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া রংপুর ও সিলেটের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকবে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ১৬.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল সারাদেশে কোথাও বৃষ্টিপাতের রেকর্ড নেই। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয়ে হয়েছে ৬টা ১ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৬টা ১০ মিনিটে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন