আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছে প্রতিনিধি দল

  23-03-2018 12:13AM

পিএনএস ডেস্ক: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৮তম সম্মেলনে যোগ দিতে ১৩ জন সংসদ সদস্য এবং পাঁচজন সহায়ক কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়েন।

সূত্র জানায়, ২৩-২৮ মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বিষয়টি বাংলাদেশ প্রতিনিধি দল জোরালোভাবে তুলে ধরবে। এ সমস্যা মোকাবেলায় মিয়ানমারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিকভাবে বিশ্ব জনমত সৃষ্টি করতে আইপিইউভুক্ত দেশগুলোকে আহ্বান জানানোর প্রস্তুতি রয়েছে প্রতিনিধি দলের।

চিফ হুইপের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আছেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এ বি এম ফজলে করিম চৌধুরী, ডা. দীপু মনি, মো. হাবিবে মিল্লাত, এইচ এম ইব্রাহীম, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন আহমেদ, মেজর জেনারেল এ টি এম আবদুল ওয়াহহাব (অব.), এ কে এম রেজাউল করিম তানসেন, বেগম রওশন আরা মান্নান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার।

এছাড়াও যুগ্ম সচিব বেগম ছুমিয়া খানম, উপ-সচিব মো. রফিকুল ইসলাম, চিফ হুইপের একান্ত সচিব মো. আকবর হোসেন, সহকারী বিতর্ক সম্পাদক মো. মাহাবুবুর রহমান সাচিবিক সহায়তা দিতে সহায়ক কর্মকর্তা হিসেবে প্রতিনিধি দলে রয়েছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন