‘কোন মেয়েকে এইরকম পরিস্থিতিতে দেখলে সাহায্য করবেন’

  25-03-2018 08:46AM

পিএনএস ডেস্ক:রাজধানীতে ‘রমজান’ পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। শুক্রবার এ বিষয়ে ওই শিক্ষার্থী নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের কথা জানিয়ে ওই শিক্ষার্থী শনিবার রাতে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, ‘আমাদের কোন ছবি দিয়ে মানববন্ধন করার কোন প্রয়োজন নেই।অপরাধীদের সবাইকে এরেস্ট করে চালান দেয়া হয়েছে অ্যান্ড তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। থ্যাংকস সবার সাপোর্ট এর জন্য আর আমাকে সাহস দেয়ার জন্য।সবাই প্লিজ কোন মেয়েকে এইরকম পরিস্থিতিতে দেখলে সাহায্য করার চেষ্টা করবেন।’

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গতকাল রাতে রমজান পরিবহনের ওই হেলপার ও কনডাক্টরদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর অভিযুক্তদের আটক করা হয়েছে।

এর আগে হেনস্তার শিকার হতে যাওয়া ওই ছাত্রী তার উদ্ধার পাওয়ার অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।তিনি লিখেন, ‘আজকে দুপুর ২:৩০ টা। আমি আর আমার বোন রমজান বাসে উঠলাম কলাবাগান যাবো বলে। নরমালি তরঙ্গ প্লাস এ যাই। আজকে রমজানে উঠলাম, কারণ নতুন চালু হয়েছে মৌচাক ধানমন্ডি রুটে, আর বাসের কন্ডাকটর বলে আপা তরঙ্গ আসতে দেরি হবে উঠেন।’

‘বাস এ উঠার পর থেকে বাসের কন্ডাকটর আর হেল্পার হা করে আমাদের দিকে তাকায় ছিলো। এন্ড বাসওয়ালার সাথে কি কি জানি আলাপ করতেসিলো। হঠাৎ এলিফেন্ট রোড সিগনালে যাওয়ার পর হেল্পার এন্ড কন্ডাকটর সবাইকে নামায় দিচ্ছে বলে সামনের বাস এ যান। সামনে আরেকটা রমজান ছিলো সেটাতে। সবাইকে এক প্রকার জোর করে নামায় দিচ্ছিল। শুধু আমাদেরকে কিছুই বলে না। হঠাৎ আমার বোন আর আমি দেখলাম যে, বাস খালি হয়ে গেসে। শুধু আমরা ২ জন ছাড়া আরো ২ জন লোক আছে। উনারা ঝগড়া করছেন বাসওয়ালাদের সাথে। বলছেন, টাকা দিছি যাবি না কেন? তারা বলে, না যাব না নামেন আপনারা।’

‘উনারা নামার পর আমি আর আমার বোন যখন নামতে যাবো তখন বলে আপনারা নাইমেন না আমরা সিটি কলেজ যাবো। যখন নামতে গেলাম হেল্পার গেইটে হাত দিয়ে বলে নামেন কেন চলেন একটু ঘুরে আসি।’

‘আমি একটা ধাক্কা দিয়ে বলি কুত্তার বাচ্চা তরে মাইরা ফেলমু, এই বলে আমার বোনকে একটা টান দিয়ে নেমে পড়ি। অমনি বাস জরে টান দিয়ে চলে গেলো।’

‘প্রতিদিন এই ধরনের কাহিনী ফেসবুকে পেপার এ দেখি আজকে নিজে ফেস করলাম এই ভয়ংকর পরিস্থিতি।এই শহরে রাতে দিনে কোথাও মেয়েরা সেফ না। কোথায় যাবে মেয়েরা? একটু বলবেন কি? কিভাবে হবে এই দেশের উন্নতি?

‘সবাই বাস এ চলাফেরা করার সময় সতর্ক থাকবেন। চোখ কান খোলা রেখে চলবেন। আর সবসময় যেসব বাসে লোক বেশি থাকে দেখে উঠার চেষ্টা করবেন।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন