'জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভাজন এদেশের সংস্কৃতি নয়'

  17-04-2018 09:46PM

পিএনএস ডেস্ক : কর্তৃত্ববাদিতা, দখলদারিত্ব, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভাজন এদেশের সংস্কৃতি নয় জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শুধু শারীরিক নয়, বিপ্লব ঘটাতে হবে মনে, লোকসংস্কৃতির অকৃত্রিম ধারায় গাইতে হবে মনুষ্যত্বের জয়গান, জাতি সত্তার জয়গান, চলতে হবে অসাম্প্রদায়িক পথে।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একাডেমি আয়োজিত তিনদিনব্যাপী ৫ম ‘ফোকলোর সামার স্কুল’ ও আন্তর্জাতিক ফোকলোর কর্মশালার সমাপনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশি হবার চেষ্টা করে আমরা লোক হাসাবো না, বরং বাঙালি পরিচয়ে বিদেশিদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, ভারতীয় অধ্যাপক জওহরলাল হান্ডু, ড. সুখবিলাস বর্মা, ড. অসীমানন্দ গঙ্গোপাধ্যায়, যুক্তরাজ্যের ফোকলোরবিদ জেনিফার রিড, এদেশের ফোকলোরবিদ ড. শেখ মকবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন