সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণের মৃতদেহ পৌছে নাই

  19-04-2018 07:10PM

পিএনএস, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে ১০ বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হলেও এখনো মৃতদেহ পৌছে নাই। তাদের স্বজনের কাছে বলে অভিযোগ করেছেন নিহত হিমেল ভুইয়ার পিতা মোজাম্মেল হক ভুইয়া। ওই কোম্পানি আরো প্রায় ৩শ শ্রমিক মানেবেতর জীবন যাপন করছে বলে খবর পাওয়াগেছে। গত সোমবার বিকেলে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের উত্তর সোম মীরা পাড়ায় গেলে অভিযোগ করেন নিহত হিমেল ভুইয়া’র পিতা মোজাম্মেল হক ভুইয়া।

জানা যায়, গত ১৩ এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক সকাল ১০টায় সৌদি আরবের রাজধানী রিয়াদ আল বাতেন এলাকার ঘরের ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় এক কক্ষে ১৬ বাংলাদেশীর মাঝে ২জন অক্ষত থাকলেও ৮জন নিহত হয়। ৬ জনকে হাসপাতালে নিয়েগেলে সেখানে আরো ২জনের মৃত্যু ঘটে বলে জানিয়েছেন রিয়াদে অবস্থিত সানাউল্লাহ ও বাংলাদেশ এম্বাসেডরের এ.পি.এস আমজাত হোসেন।

আরো জানা যায়, মাজেন আর্কিটেক্ট কোঃ ফর কন্সট্রাকশান কোম্পানিতে আরো ২শ ৭০জন বাংলাদেশীসহ বেশ কয়েকটি দেশের শ্রমিকেরা অনাহারের মাধ্যমে মানবেতর জীবন যাপন করছে। বর্তমান মাজেন আর্কিটেক্ট কোঃ ফর কন্সট্রাকশান কোম্পানি বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে সাব-কন্ট্রাকে বিভিন্নদিকে সরবরাহ করে থাকেন। তারা পলিথিনের মাধ্যমে ঘড় র্নিমান করায় দ্রুত আগুনে পুরে অনেকে নিহত হয়।

হিমেল গত ৭ জানুয়ারী ঢাকা বাড্ডা এলাকার কোকিল ট্রাভেলস এর মিডিয়া রাসেল ও তুহিনের মাধ্যমে ৫ লাখ টাকায় সৌদি আরবে যায়। মোজাম্মেল হক ভুইয়া বলেন, যতদুর সম্ভব আমার ছেলের মৃতদেহ আমাদের কাছে ফিরিয়ে দেয়ার ব্যাবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন