কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক

  24-04-2018 05:41PM

পিএনএস : কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

২৪ এপ্রিল এক শোক বার্তায় তিনি বলেন, কবি বেলাল চৌধুরী বাংলা সাহিত্য ও বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। তিনি মানুষের মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করতে আজীবন কাজ করেছেন। তিনি বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক হিসেবে বাংলাদেশের ইতিহাসে চিরঞ্জিব হয়ে থাকবেন। নতুন প্রজন্মকে উজ্জীবীত করতে তার লেখা চিরদিন প্রেরণা ও শক্তি যুগাবে। তিনি মানবিক গুণাবলিতে উজ্জীবীত একজন নান্দনিক মানুষ ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন