প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোনে যা বললেন

  15-05-2018 11:21PM

পিএনএস ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ হাসিনাকে টেলিফোন করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

প্রায় ১৫ মিনিট দীর্ঘ আলাপকালে তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, ১৮ মে ফিলিস্তিনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে। এই সম্মেলনে যোগ দেয়ার জন্য তিনি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আহ্বান জানান।

তিনি ইসরায়েলের শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন