পবিত্র রমজানে গ্যাস সংকটে চরম দুর্ভোগে গৃহিণীরা

  18-05-2018 03:57PM

পিএনএস (জে এ মোহন) : পবিত্র রমজানে গ্যাস সংকটে চরম দুর্ভোগে রয়েছেন গৃহিণীরা। গ্যাস সংকটে এমন ভোগান্তির ঘটনা রাজধানীতে এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।রাজধানীর প্রতিটি এলাকায় এখন গ্যাসের সংকট নিত্য নতুন হলেও পবিত্র মাহে রমজানে এ ভোগান্তিতে বিশেষ করে গৃহিণীদের কষ্ট পোহাতে হচ্ছে সীমাহীন।

মোহাম্মদপুর বছিলার মোছা. জেসমিন আক্তার নামে গৃহিণী জানান, রাত সাড়ে ১১টার দিকে অল্প অল্প করে গ্যাস থাকে। তবে সকাল ৭টা থেকে কখনও সর্বোচ্চ৮টার পরে আর গ্যাস পাওয়া যায় না।

কিন্তু এখন রমজান মাস সকল রান্না করতে হয় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্য়ন্ত। এ সময় কোনো গ্যাস থাকে না। তাই রান্না করতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

ঢাকা দক্ষিণ হোক কিংবা উত্তর সকল জায়গায় একই অবস্থা। ফলে বেড়েছে হয়রানি, নেমেছে অতিরিক্ত খরচের খড়গ।

বৃহস্পতিবার রাতে এশার পর তারাবির নামাজ আদায়ের মধ্যদিয়ে শুরু হয় পবিত্র এই মাসের আনুষ্ঠানিকতা। শুক্রবার ভোরে সেহরি খেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা তাঁদের প্রথম রোজার রাখার নিয়ত করেছেন। রাজধানীজুড়ে সাধ্যমতো সেহরি খাওয়ার আয়োজন করেছেন নগরবাসী। তবে মধ্যরাতে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে সেহরি তৈরিতে দুর্ভোগের কথা বলেছেন গৃহিণীরা।

প্রথম রোজায় রাজধানীজুড়ে কর্মজীবী মানুষও সেহরি খেয়েছেন হোটেল-রেস্তোরাঁ ও ফুটপাতে।

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন