জাতিসংঘ মিশনে দুর্ঘটনায় দুই বাংলাদেশি সেনা নিহত

  27-05-2018 07:31PM

পিএনএস ডেস্ক : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকের এ দুর্ঘটনায় আরও দু্‌ই শান্তিরক্ষী আহত হয়েছেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

নিহতরা হলেন- ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) সৈনিক আরজান হাওলাদার এবং ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারির (রংপুর) সৈনিক মো. রিপুল মিয়া।

আহতরা হলেন- ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ এবং ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারির (নওগাঁ) সৈনিক মো. মজাহিদুল ইসলাম।

বিজ্ঞিপ্তিতে বলা হয়, হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীগণ সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

এতে বলা হয়, শনিবার ইয়ালোক নামক স্থানে কনভয়টির কাঠ বহনকারী একটি ভারী যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এসময় হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত এবং আহতদের সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন