‘ঈদে জঙ্গি হামলার বড় কোনো হুমকি নেই’

  14-06-2018 02:44PM

পিএনএস ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরের জামাত কেন্দ্র করে জঙ্গি হামলার বড় কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এছাড়া জামিনে বের হওয়া জঙ্গিদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা, সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড, বোমা নিস্ক্রিয়কারী দল, সোয়াত, সাদা পোশাকের পুলিশ থাকবে। ঈদের জামাতে আসা পুরুষ মুসল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে আনতে পারবেন না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, মুসল্লিদের আসার সময় মৎস্য ভবন ও ঈদগাহর প্রবেশপথে দুই দফা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। নারীরা হাতব্যাগও আনতে পারবেন না।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ কেন্দ্র করে জঙ্গি হামলার বড় কোনো হুমকি নেই। কারণ জামিনে বের হওয়া জঙ্গিদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন