জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত

  16-06-2018 03:07PM


পিএনএস ডেস্ক: ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও যথাযথ মর্যাদায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জামাতে জাতীয় সংসদের প্রধান হুইপ আ.স.ম ফিরোজ এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিম এমপি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও অনুমিত হিসাব কমিটির সভাপতি নূর-ই- আলম চৌধুরী এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এমপি, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, সংসদ সচিবালয়ের কর্মচারী এবং এলাকার সাধারণ মানুষেরা ঈদের নামাজ আদায় করেন।

পরে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তার বাসভবনে আগত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বার্তায় স্পিকার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সবাই যাতে পরিবার পরিজন নিয়ে ঈদে সুন্দর সময় কাটাতে পারেন সে কামনা করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন