‘৫ কোটি বেকারের কর্মসংস্থান করতে হবে’

  12-07-2018 10:30PM

পিএনএস : বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দেশে বর্তমানে প্রায় ৫ কোটি বেকার আছে। এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এদের কাজ নেই বলে দেশে মাদকের বিস্তার ঘটেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন। রওশন এরশাদ বলেন, অতীতের সব সংসদে বিরোধী দলের ফাইল ছোড়া-ছুড়ি, অসংসদীয় বক্তব্য প্রদান, অকারণে বারবার ওয়াক আউট, লাগাতার সংসদ বর্জনের মতো অনেক ঘটনা ঘটেছে। অথচ এবারের সংসদে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে এটা অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পেরেছে। তাছাড়া, দশম সংসদে এ পর্যন্ত ১৫৭টি আইন পাস হয়েছে।

তিনি আরো বলেন, বিরোধী দলের সর্বাত্মক সহযোগিতার ফলে অতীতের যেকোনো সংসদের চেয়ে দশম জাতীয় সংসদ অনেক বেশি কার্যকর ভূমিকা রেখেছে।বিরোধী দলীয় নেতা বলেন, বর্তমানে জনগণ অনেক শান্তিতে রয়েছে। তবে কিছু সমস্যা রয়েছে, যা জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে। বিশেষ করে শিক্ষা, ব্যাংকিং খাত, যানজট ও কর্মসংস্থান সৃষ্টিসহ আরো কিছু সমস্যা সমাধান করতে হবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, এজন্য সব সময় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করতে হবে। ভেজালের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শিক্ষা খাতের বর্তমান অবস্থা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন